Pappa Kahini 01
পাপা কাহিনী রুদ্রবাবুর নামকরণের সময় তার তাই ,দাদাই ,মা আর বাবা অনেক আলোচনা করেছিলেন। অনেক তর্ক -বিতর্কর পর ই রুদ্র চক্রবর্তী নাম ঠিক হয়।তখন তো রুদ্রবাবু সেই আলোচনাতে থাকতে পারেননি।থাকলে অবশ্য এই নাম পছন্দ করতেন কিনা বলা মুশকিল।এখানে বাইরের যারাই চেনে তারা "রুদ্র ' বলতে পারে না।"রুদ্রা " বলে।এটা রুদ্রবাবুর মোটেই ভাল লাগে না।রূদ্রা কি ওর নাম? তাই রুদ্রবাবু ঠিক করেছেন নিজের বাড়ী র দেওয়া "পাপ্পা" নামটাই যতটা পারেন ব্যবহার করবেন।এই নিয়ে কোন অনুযোগ যেমন করেননি তেমন কি করবেন তা নিয়ে কোন আলোচনাও করেন নি।উনি দিব্যি জানেন অত কথা বলা ঠিক না। বড় রা কাজ করার আগে বড্ড ভাবে।আর তাতে কাজটাই হয়ে ওঠে না।ওনার তেমন করার কোন ইচ্ছেই নেই। এখন সেই ভেবে কথা বলার ধরণ টাই বদলে দিয়েছেন।তাই,দাদাই,দিদা , দাদুভাই বা অন্যরাও যখন কথা বলেন তখনই উনি নিজের ঢঙে কথা বলতে থাকেন। -তুমি কেমন আছো ? -পাপ্প...