Posts

Showing posts from July 6, 2014

কুইন্সটাউন

Image
প্লেন মাথা নীচু করে এগোতেই ধেয়ে  এলো মেঘে ঢাকা বরফে ছাওয়া পর্বতের সারি। এই তবে সেই রিমার্কেবল রেন্জ। সাদার্ন আলপাইন পর্বতমালার  পর্বতশ্রেনী। স্বনামধন্য। সৌন্দর্যে তো বটেই, অব্স্থিতিতেও।। সরাসরি নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডএর উত্তর থেকে দক্ষিণ অবধি বিস্তৃত।এই মহাস্থবির দীর্ঘ পথে অনেক নদী,জলাশয়,জঙ্গল ও জলপ্রপাত কে জন্ম দিয়ে দ্বীপকে স্বর্গ-সমতুল্ করেছে।  মুহুর্তের ব্যবধানে হাজির কুইন্সটাউন আন্তর্জাতিক বিমানবন্দর। একথালা ভাতের ভিতর ডালের জায়গা করলে থালাটার যে চেহারা হয় এ তেমন ই।  পর্বতে ঘেরা ছিমছাম সমতল। বাতাসে স্বাস্থ্যের স্পর্শ। এবার সবুজ ট্যাক্সি তে চেপে পাকদন্ডি বেয়ে অস্থায়ী আস্তানায়। মোটেল। নাম ক্যাপেলস কোর্ট। বাংলা অনুবাদে আস্তাবল। সাহেবরা কি ঘোড়া আর মানুষে তফাত করে না? এই মোটেলের মালিক আর কর্মচারী মিলিয়ে সাকুল্যে দুজন।কিং দম্পতি। রবিন আর কে। তারাই আপ্যায়ন করে আবার  তারাই ঘর সাফাই করে। আমাদের দু-কামরার আপার্টমেন্ট। বসার  ঘরে দেওয়াল জোড়া কাঁচের জানালা দিয়ে নজরে পারছে লেকের কোল ঘেঁষে কুইন্সটাউন হিল। হিলের উপর উঠা নামা কাছে গন্ডোলা। ...