সতু ভাই য়ের আবোল তাবোল 


মুখার্‌জী পাড়া লেন

স্কুলে ভর্তি হবার আগের বছর একা পাড়ায় বেরোনো র সুযোগ হল। তবে চৌহদ্দি বেশী দূর নয়। সন্তূ দের রোয়াক আর দীপকদা দের বাড়ির রোয়াক ।সন্তূ দের রোয়াক ছোঁয়া ছুঁইয়ি আর এক্কাদোক্কা খেলার জন্য ঠিক ঠাক হলে ও বল নিয়ে খেলার মত বড় ছিল না। দীপকদা দের বাড়ির রোয়াক ছিল লম্বায় অনেক টা। ক্রিকেট বা ছোট বল নিয়ে ফুটবল খেলার আদর্শ জায়গা।তবে মাঝে মাঝে ই " মাগো" মানে দীপকদা র ঠাকুমা র বিশ্রামের ব্যাঘাত ঘটে যেত । আমরা বন্ধুরা , মানে আমি, মুকুল, আর খোকন আউট হওয়া নিয়ে একমত হতাম না। যে যার মতন করে খেলার রুল বুক তৈরী করতাম। নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হতই।
এদিকে নিষ্ঠাবতী মাগো স্নান-রান্না-খাওয়া সেরে যখন শুতেন, তখন আমরা বাড়ি থেকে বেড়িয়ে পরেছি । আমাদের খেলা র সময় । বিরক্ত হলে মাগো বিশুদ্ধ
বরিশালে র ভাষায় ধমক দিতেন।
ফল ছত্র ভঙ্গ । আমরা আবার সন্তূ দের রোয়াক ।
এছাড়া ছিল রামেশ্বর বাবুর রক। সেটা আবার একদিক খোলা । বল চলে গেলে যেতো খোলা নরদমায় । তাতে আমাদের বিশেষ আপত্তি ছিল না।
তবে মা টের পেলে স্নান করে বাড়ি ঢুকতে হত।
সেই বয়সে " মাগো" ছিলেন আমার জীবনের প্রথম এবং পরম খলনায়িকা। তাঁর আসুবিধা বোঝার বয়স ও বুদ্ধি সেদিন ছিল না।
এছাড়া এটা ও কি জানতাম যে পরবর্তী কালে তিনি আমার একজন উচ্চপদস্থ গুরুজন হবেন?
এদিকে নিষ্ঠাবতী মাগো স্নান-রান্না-খাওয়া সেরে যখন শুতেন, তখন আমরা বাড়ি থেকে বেড়িয়ে পরেছি । আমাদের খেলা র সময় । বিরক্ত হলে মাগো বিশুদ্ধবরিশালে র ভাষায় ধমক দিতেন।ফল ছত্র ভঙ্গ । আমরা আবার সন্তূ দের রোয়াক ।এছাড়া ছিল রামেশ্বর বাবুর রক। সেটা আবার একদিক খোলা । বল চলে গেলে যেতো খোলা নরদমায় । তাতে আমাদের বিশেষ আপত্তি ছিল না।তবে মা টের পেলে স্নান করে বাড়ি ঢুকতে হত।সেই বয়সে " মাগো" ছিলেন আমার জীবনের প্রথম এবং পরম খলনায়িকা। তাঁর আসুবিধা বোঝার বয়স ও বুদ্ধি সেদিন ছিল না।এছাড়া এটা ও কি জানতাম যে পরবর্তী কালে তিনি আমার একজন উচ্চপদস্থ গুরুজন হবেন?

Comments

Popular posts from this blog

Raibahadur

Ex-Meconian's PICNIC at PAT'S COTTAGE at Sonarpur, on 3rd January 2016

People's Mandate