Posts

Showing posts from 2012

Rudrababu Again

Image
রুদ্রবাবু ব্যস্ত মানুষ । শুধু বাড়িতে ই তো নয়, বাইরের কাজ ও অনেক। বাজারে বা দোকানে শুধু বাবা-মা কে গেলেই তো হয় না। ওরা সপ্তাহশেষে  ক্লান্ত থাকে । তাই মনে করে সব কি আর আনতে পারে? এছাড়া ট্রলি ভারী হয়ে গেলে ওরা দুজনে ঠেলতে পারে কই ? তাই রুদ্রবাবুকে যেতেই হয় । দেখে শুনে কেনাকাটা করে তারপর ওদের সাথে করে বাড়ি ফেরেন উনি। এছাড়া বইয়ের দোকানে গেলে তো কথাই  নেই। বাবা-মা তো বই দেখতেই থাকে। যেন সবই কিনে নেবে ! তা, অত সখ করলে কি আর চলে ? তাছাড়া বই তো লাইব্রেরী থেকে এনে ও  পড়া যায় । এত বই থাকবেই বা কোথায় ? ওদের সামলাতে রুদ্রাবাবুকে ই নজর দিতে হয়  অগত্যা। মা তো আরও মজার । খুবই ছেলেমানুষ ভাবে রুদ্রাবাবুকে । সেদিন playcenter এ মা কে সঙ্গে করে গেছিলেন । সেখানে একটা সাইকেল দেখে এগিয়ে যেতেই মা বলে উঠলো " পাপ্পা, তুমি কি ওটা চালাতে পারবে?" আচ্ছা , এরকম শুনলে শুধু রুদ্রবাবু র কেন , সবারই তো হাসি পাবে। তেমন হলে তো সবাই রুদ্রবাবু না বলে শুধু রুদ্র বলেই তো ডাকতো,তাই না?

Rudrababu

Image
রুদ্র বাবু খোসমেজাজি মানুষ ।  সুযোগ পেলে জোরে জোরে হাসা ই তার স্বভাব । তবে তেমন সুযোগ কি আর সবসময় হয় ? কত্ত  কাজ থাকে সারাদিন। কি কাজ ? সারা বাড়ি গুছিয়ে রাখা ই তো ওর কাজ। মা - বাবার তো এই কাজটা করার সময় ই নেই । ওকে  তাই এধার ওধার হেটে চলে এখানের জিনিস ওখানে আর ওখানের জিনিস এখানে করতে হই। খাটনি কি কম? কিন্ত  সবাই বুঝলে তো ?  ভাবে উনি বুঝি কিছু ভেঙ্গে ফেলবেন। আচ্ছা , উনি কি বাচ্চা নাকি?এ ই নিয়ে যা অশান্তি ।তাতে ই উনি যা একটু রাগ দেখান আর নালিশ করেন। বাবা-মা রুদ্রাবাবুকে একটা বই কিনে দিয়েছে । ভালো বই । তাতে জিরাফ , জেব্রা , মান্কি সবার ছবি আছে। ওদের কথা ও আছে । রুদ্রবাবু বইটাকে খুব ভালো ও বাসেন। তবে কিনা বই টা বেশ একটু মোটা আর ভারী । বইটাকে একটু হালকা না করলে তো হাতে নিয়ে চলা-ফেরা করাই মুস্কিল ।তাই উনি বুদ্ধি করে পাতাগুলিকে আলাদা আলাদা করে অনেক কটা বই বানিয়ে নিলেন । বেশ একটা কাজের কাজ হোলো । কিন্ত আবার সেই বোঝার গন্ডগোল । বাবা হৈ হৈ করে উঠলো ," বারোটা বাজালো বইটার "! মা বললো ," এরকম করে না পাপ্পা " । এই না বলে বইটাকে যে কোথায় সরিয়ে দিল যে উনি আর নাগাল ই পান না!