Posts

Showing posts from 2016

বনভোজন

Image
সংশয় তো ছিলই। আদৌ কি শীত থাকবে ? বৃষ্টি হবে নাতো ? সংশয়ের কারণ  তো ছিলই। প্রাজ্ঞরা বলেন "মাঘের শীত, বাঘের গায়"। মকর  সংক্রান্তি পেরিয়ে যাবার পরেও  মাঘের শুরুতে  জানা গেল বাঘেরা সোয়েটার ছাড়া ই ঘুরে বেড়াচ্ছে। এদিকে ২৪শে জানুয়ারী এগিয়ে আসছে।  প্রাজ্ঞবাক্য কি মিথ্যে হবে?  আমরা রীতিমত শঙ্কায়।  অবশেষে প্রকৃতি দেবী মুচকি হাসলেন। বাইশ থেকেই পারদ নামতে শুরু করলো। চব্বিশের সকালে হিম শীতল হাওয়াতে  বাসের জন্য অপেক্ষমান জনতা আপাদমস্তক পশমলাঞ্ছিত। তারা বাসে করে গ্রীনল্যান্ড যাবেন না অছিপুর ,বোঝে কার সাধ্যি! আকাশে মেঘের আড়ালে সুর্যকিরনের আভাস । একে সোনা ,তায় সোহাগা। আমাদের আর আল্হাদের অন্ত নেই।  চল যাই চলে যাই  বাস চলতে শুরু করার পর পরই শ্রী নেপাল সোম ও শ্রী সঞ্জয় সরকারের সৌজন্যে কেক, মুগের ডাল ভাজা আর কমলা লেবু হাজির। বাস চললো তারাতলা রোড ধরে বজবজ এর দিকে। এসে গেল বজ বজ ট্রাঙ্ক রোড। পেরিয়ে গেলাম বেসব্রীজ আর বাটানগর। তারপর মহেশতলা আর পুজালী পৌরসভা অঞ্চল। ইন্ডিয়ান অয়েল এর শোধনাগার ডান  দিকে রেখে বাস ঘুরলো বাঁয়ে। কোথায় ই বা বন্ , কখনই  বা  ভোজন?  শুরুর খাবার তো হজম  হয়ে গ্যাছে বাস

আমরা? বিই কলেজের কিম্ভূত ......

Image
সি কে -১৪ র দোরগোড়াতেই সিংহ মশাই । সুজিত্কুমার।  ছিমছাম চেহারা। তবে স্বভাব -চরিত্র আগের মতই রাজোচিত। দেখেই পুরনো ঢং এ আমন্ত্রণ জানালেন। বল্লেন " মদীয় ভবনে আসুন " . দুর্ভাগা আমি। এ আমন্ত্রণ রাখতে পারিনি। তবে গরম কচুরির হাতছানি এড়ানো ? সেটা সম্ভব হলো কি? সাত তাড়াতাড়ি সিদ্ধার্থ আর অশোক কে ডেকে হাজির ঝুড়ি র সামনে। শুরু হলো ১০ ই জানুয়ারী র মচ্ছব। সিংহ মশাই- শিকারে  কচুরি শেষে ঘাড় ফিরিয়েই দেখেই অনেকেই হাজির , আর বাকিরা হাজিরা দিচ্ছে। বয়স অর্ধশতাব্দী কমে গেল হটাত । সহধর্মিনী কে চমকে দিয়ে মুখের ভাব ও ভাষা  পাল্টে গেল। তিনি ভাবলেন "আরে ? এই লোকটা বাড়িতে এত চুপচাপ যে ঠেলে কথা বলতে হয়। মীরাক্কেল দেখলেও হাসতে চায় না। আর এখানে এলেই যে কি হয়?" কি যে হয় সেটা কি ছাই নিজেই ব্যাখ্যা করতে পারি? ধাড়ি গণ  দেয় মন নিজ  নিজ বাতে   এদের সঙ্গেই তো দল বেঁধে ১৯৬৫ সালের জুলাই মাসের গোড়ায় দাঁড়িয়ে ছিলাম কলেজের 1st Lobby তে, ট্রাঙ্ক আর বেডিং নিয়ে।  নিজের হোস্টেল আর ঘর দেখতে। এদের সঙ্গে ই সেই বেড়ে ওঠার বয়সে পাঁচ বছরের ঘরকন্না। সারিবেঁধে ড্রয়িং বোর্ড হাতে নিয়ে ক্লাসে যাওয়া প্রথমদিকে। স

SATYANESWAN: Ex-Meconian's PICNIC at PAT'S COTTAGE at Sonarpur, on 3rd January 2016

SATYANESWAN: Ex-Meconian's PICNIC at PAT'S COTTAGE at Sonarpur, on 3rd January 2016

Ex-Meconian's PICNIC at PAT'S COTTAGE at Sonarpur, on 3rd January 2016

Image
On 3 rd .January, 2016 I found a foggy morning from the 4 th Floor balcony of our flat at Mecon Tower though with a mild assurance of forthcoming sunshine. I could not hope for good Picnic scheduled on the day. By God’s grace I was proved utterly wrong.  Sharply at 7.45 AM a bright yellow School Bus showed and parked at the gate. Within minutes my intercom rang and I and my better half Jayasree hurriedly came down. She went inside the bus and I, along with some others, was waiting for the desired ones to assemble. Soon all gathered and the Bus started at 8.15 AM towards its destination. Although a School Bus it was carrying passengers who are mostly Grand Parents of School going kids. The destination was Pat’s Cottage at Sonarpur where we, the Ex-Meconians and their families, would gather for the yearly Picnic. The Bus drove through Prince Anwar Shah Road Connector and took a turn towards south after reaching EM BY pass. On the way it stopped at Kalikapur, Satyajit Roy Film Inst